সুলতানার স্বপ্ন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলতানার স্বপ্ন বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। তিনি এটি ইংরেজীতে Sultana's Dream নামে লিখেছিলেন। প্রকাশিত হয় মাদ্রাজের The Indian Ladies Magazine-এ। পরবর্তীতে বাংলায় অনূদিত হয়।
এতে বেগম রোকেয়া একটি নারীবাদী স্বপ্নরাজ্য বা ইউটোপিয়ার বর্ণনা দিয়েছেন, যেখানে সমাজে নারী ও পুরুষের প্রচলিত ভূমিকা উলটে গেছে, নারীরা সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকান্ডের চালিকাশক্তি আর পুরুষরা প্রায় গৃহবন্দী। এই সমাজে কোন অপরাধ নেই, এখানে প্রচলিত ধর্ম 'ভালোবাসা ও সত্যের'।
বেগম রোকেয়া যে সময়ে এই বইটি লিখেছেন সেই ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় এটিকে অত্যন্ত সাহসী সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়।