পদার্থবিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদার্থবিজ্ঞান অধ্যয়ন করে পদার্থ এবং তার পরিবেশের মিথস্ক্রিয়া, এবং সেই সব প্রাকৃতিক নিয়ম যা এই মিথস্ক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে। এই ভৌত বিজ্ঞানটির সাথে প্রায়ই তার সংলগ্ন বিষeয়গুলোর উপরিপাতন ঘটে, যেমন রসায়ন এর বিষয়বস্তু হলো স্থিতিশীল পরমাণুর সজ্জা কিভাবে পদার্থের সম্মিলিত ধর্ম নিরূপন করে, নক্ষত্রবিজ্ঞান মহাজাগতিক স্কেলে পদার্থবিজ্ঞান প্রয়োগ করার মাধ্যমে মহাকাশ থেকে সংগৃহীত তথ্যের ব্যাখ্যা দেয়, গণিতের অনেক দুরূহ সমস্যা এসেছে পদার্থবিজ্ঞানের সূত্র থেকে।