ব্রায়ান লারা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রায়ান চার্লস লারা ওয়েষ্ট ইন্ডিজ (WI) |
|||
চিত্র:Cricket no pic.png | |||
ব্যাটিং এর ধরন | বাঁহাতি ব্যাটসম্যান | ||
বোলিং এর ধরন | লেগ স্পিনার (ডান হাতি) | ||
টেষ্ট ক্রিকেট | একদিনের আন্তর্জাতিক | ||
ম্যাচ | ১২৮ | ২৭০ | |
রান | ১১৫০৫ | ৯৬৬১ | |
ব্যাটিং গড় | ৫২.০৫ | ৪১.১১ | |
১০০/৫০ | ৩২/৪৭ | ১৯/৫৯ | |
সবচেয়ে বেশি রান | ৪০০* | ১৬৯ | |
ওভার | ১০ | ৪৯ | |
উইকেট | ০ | ৪ | |
বোলিং গড় | N/A | ১৫.২৫ | |
৫ উইকেট প্রতি ইনিংস | ০ | ০ | |
১০ উইকেট প্রতি ম্যাচ | ০ | নেই | |
সবচেয়ে ভাল বোলিং | N/A | ২/৫ | |
ক্যাচ/স্টাম্পিং | ১৬১/০ | ১১১/০ | |
ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ দলের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। সর্বকালের সেরা ব্যাটস্ম্যানদের অন্যতম বলে তিনি স্বীকৃত। টেস্ট ক্রিকেট ও প্রথম শ্রেণীর ক্রিকেট, উভযটি়তেই এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড তার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি এক ইনিংসে ৪০০ রান করেন। সব মিলিয়ে টেস্টে ১১০০০ এর উপরে রান করেছেন। এটিও একটি রেকর্ড।