একে-৪৭
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একে-৪৭ বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আগ্নেয়াস্ত্র। এটি একটি গ্যাস পরিচালিত(gas operated) স্বয়ংক্রিয় অস্ত্র। এর ডিজাইনার রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়নের) মিখাইল কালাশানিকভ। এ পর্যন্ত প্রায় ১০ কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় ৫০ টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যাবহ্ত্রত হচ্ছে। ১৯৫১সাল থেকে এখনও এটি ব্যবহৃত হয়ে আসছে। সৈন্যদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তার মূল কারন এটি পানিতে ভিজিয়ে, ধুলাতে রেখে বাএর উপর দিয়ে রোলার চালানোর পরও এটিকে আগের মতই ব্যাবহার করা যায়,যা এর সমপর্যায়ের অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে অসম্ভব।
[সম্পাদনা করুন] বিশদ বর্ননা
- প্রস্তুতকারি দেশ:সোভিয়েত রাশিয়া
- আবিষ্কারক:মিখাইল কালাশানিকভ
- ডিজাইনের বছর:১৯৪৭
- কার্টিজ:৭.৬২*৩৯ মিমি
- রেট অফ ফায়ার:৬০০ রা/মি
- কার্যকর দুরত্ব:৩০০মি
- ওজন:৪.৩ কেজি
- দৈর্ঘ্য:৮৭০ মিমি