গট্ফ্রিট লাইব্নিৎস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গট্ফ্রিট ভিলহেল্ম লাইব্নিৎস (জার্মান ভাষায়: Gottfried Wilhelm Leibniz গট্ফ্রিট্ ভিল্হেল্ম্ লাইব্নিত্স্) (জুলাই ১, ১৬৪৬ – নভেম্বর ১৪, ১৭১৬) একজন জার্মান দার্শনিক ও গণিতবিদ যাকে ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসেবে সম্মান দেয়া হয়। তাঁর ব্যবহৃত ক্যালকুলাসের অঙ্কপাতন পদ্ধতি বা নোটেশনগুলো বর্তমানে অনুসরণ করা হয়। আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি বাইনারি পদ্ধতি তাঁর উদ্ভাবন। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সম্ভাবনা তত্ত্ব, তথ্য বিজ্ঞানে তাঁর ব্যাপক অবদান আছে।